নাটোর প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলের নেতা-কর্মিরা একটি বিক্ষোভ মিছিল করে বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে তারা সেখানে একটি প্রতিবাদ সভা করেন।
অপরদিকে জেলা যুবলীগের নেতা-কর্মিরা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটিও বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে তারা উভয় নেতা-কর্মিরা একত্রিত হয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান,দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব,জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন,আব্দুল্লাহ হেল বাকি। এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। দেশ এখন এগিয়ে যাচ্ছে সেকারনে সরকার বিরোধী কিছু দুস্কৃতিকিরী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। কিন্তু কোন ভাবেই তা মেনে নেওয়া হবেনা। দ্রুত সময়ের মধ্যে এই সকল ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে।