নিউজ ডেস্ক
বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের সব নদ-নদী রক্ষায় ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। টঙ্গীর আবদুল্লাহপুরে তুরাগ নদের পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করতে গিয়ে শনিবার ২২জুন তিনি এসব কথা বলেন।
তুরাগের তীরভূমি থেকে ময়লা আবর্জনা পরিষ্কারে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নদী দখলমুক্ত করার কাজে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে। নদীকে দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, ইকোপার্ক ইত্যাদি নির্মাণ করা হবে। আগামী ১০ বছরের মধ্যে ঢাকার বুড়িগঙ্গা নদী ব্যবহার উপযোগী হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম সভাপতিত্ব করেন। সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নৌপরবিহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বক্তব্য রাখেন।