নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের একটি ধানের জমি থেকে একটি ভাঙ্গা মোটর সাইকেল সহ তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়েনের গোপালপুর-রাজাপুর সড়কের কাশিমপুর এলাকার একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের নিহতরা সকলেই বড়াইগ্রাম উপজেলার রাজাপুরের বাসিন্দা। তবে সঠিকভাবে পরিচয় জানাতে পারেননি পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও স্থানীয়রা জানান, উপজেলার দুয়ারিয়া ইউনিয়েনের গোপালপুর-রাজাপুর সড়কের কাশিমপুর এলাকার একটি ধানের জমির মধ্যে একটি মোটর সাইকেল সহ তিন জন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় তারা দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তিন যুবকের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে এবং মোটর সাইকেইটিও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারন বলা যাবে। মরদেহগুলো এখনো কেউ শনাক্ত করেনি। তাদের সঠিক পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।