নাটোর প্রতিনিধি নাটোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা সন্তান কমান্ডের সহযোগিতায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসুচি আনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান এবং দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এবং সকল ধরণের মাদ্রাসার পাঠ্যক্রমে বাধ্যতামুলক বঙ্গবন্ধুর জীবনি ও মুক্তিযুদ্ধের ইতিহাস আন্তরভুক্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর সন্তান কমান্ডের সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু মুক্তিযোদ্ধার সন্তান আন্জুমানআরা পপি, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বীর মুক্তিযোদ্ধা এড, সিরাজুল ইসলাম সিরাজ পিপি জেলা জজকোর্ট নাটোর, সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব।
মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু।