নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আপর নিহত ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের ছোট সেনবাগে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের মধ্যে একজনেরর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নাটোর জেলার সদর উপজেলার পৌর এলাকার উত্তর বড়গাছা মহল্লার সোহেল রানা (২৭)। আরেকজন নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উপ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বিকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নাটোর থেকে মোটর সাইকেল যোগে রাজশাহীর দিকে আসছিলেন। পথে পুঠিয়া উপজেলার সেনবাগ এলাকায় বিপরিতমুখী একটি মাল বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের দুইজনের মৃত্যু হয়। আহত হয় একজন। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।