নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের জমি সংক্রান্ত বিরোধে দুই পরিবারের সংঘর্ষে ভাতিজা সোহাগের ধারালো অস্ত্রের আঘাতে চাচা নুরেন বক্স নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৪ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামন খোলা গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, গুরুদাসপুর উপজেলার বামনকোলা গ্রামের নুরেন বক্স ও তার সহোদর জাহা বক্সের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার বিকেলে নুরেন বক্স ধানের খর (আউর) রাখতে গেলে জাহা বক্সের সাথে কথা কাটাকাটি হয়। পরে জাহা বক্সের ছেলে সোহাগ ধারালো অস্ত্র নিয়ে এসে চাচা নুরেন বক্সের ওপর আঘাত করে।
এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নুরেন বক্স সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নুরেন বক্সকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর নুরেন বক্স মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।