নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় বজ্রপাতে সেলিম আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোস্তফা (২০) নামে আরেক যুবক আহত হয়েছে। আজ বুধবার বিকেলে পবা উপজেলার শিয়ালবেড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আহমেদ একই এলাকার আব্দুল বারীর ছেলে। আহত মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে আমের বাগানে সেলিম ও মোস্তফা দাঁড়িয়েছিল। এ সময় বৃষ্টির সাথে প্রচন্ড গতিতে বজ্রপাত শুরু হয়। এতে মোস্তফা ও সেলিম দুইজনই গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সেলিম আহম্মদকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, বজ্রপাতে নিহত ও আহত হওয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। খোঁজ খবর করা হচ্ছে।