গৌরবের পথ পরিক্রমায় নাটোরে পালিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে আজ শুক্রবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ টেলিভিশন আমাদের মিডিয়া জগতের শেঁকড়সহ মূল। এই উৎপত্তিস্থলকে কেন্দ্র করে বর্তমান সময়ে অসংখ্য মিডিয়া ডালপালা হয়ে ছড়িয়ে পড়েছে। এসব মিডিয়ার অসামান্য অবদানে নিশ্চিত হচ্ছে দেশের অভূতপূর্ব অগ্রযাত্রা।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি’র জেলা প্রতিনিধি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, এনএসআই এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। পরে বিটিভি’র ৫৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।