রাজধানীর গুলশানের এক আবাসিক ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে অনলাইনে পণ্য বিক্রি করে আসছিল আরাজ ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠান। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার একটি দল।
দলটি প্রমাণ পায় যে ভ্যাট নিবন্ধন ছাড়াই অনলাইনে বিদেশি পণ্য বিক্রি করছিল আরাজ। আরাজের ঠিকানা বাড়ি ১২, রোড ৩০, গুলশান ১, ঢাকা। স্বত্বাধিকারী সাজ্জাদ আলী শরীফ। আজ সোমবার ভ্যাট গোয়েন্দার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
অভিযানকালে গোয়েন্দারা আরাজের প্রাঙ্গণ থেকে স্থানীয় ক্রেতাদের কাছে পণ্য বিক্রির দলিলাদি জব্দ করেন। সংস্থার উপপরিচালক নাজমুন নাহার কায়সার এতে নেতৃত্ব দেন। প্রাথমিক অনুসন্ধানে দলটি দেখতে পায় যে আরাজ দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে পণ্য বিক্রির লেনদেন করে।
ইতিমধ্যে ভ্যাট গোয়েন্দা ওই দুটি ব্যাংকের কাছে আরাজের ব্যাংক হিসাব তলব করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এই হিসাব আমলে নিয়ে পরবর্তী সময়ে ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে, ভ্যাট নিবন্ধন ছাড়াই আরাজ অনলাইনে বিদেশি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয় গুলশান ভ্যাট সার্কেলে এই অনলাইন ব্যবসায়ের ভ্যাট জমার কোনো তথ্য পাওয়া যায়নি।
ভ্যাট গোয়েন্দাদের কাছে অভিযোগ ছিল, শুধু আরাজ নয়, আরও অনেক কোম্পানি ভ্যাট ফাঁকি দিয়ে অনলাইনে পণ্য বিক্রি করায় শোরুমের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যবসায়ের প্রতিযোগিতামূলক পরিবেশও ক্ষুণ্ন হচ্ছে। গুলশান ভ্যাট সার্কেলে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির কোনো রিটার্ন জমা হয়নি।
সূত্রঃপ্রথম আলো