বাংলাদেশের কক্সবাজারের উখিয়া থেকে আসা প্রায় আঠারো’শ রোহিঙ্গা শরাণার্থী রওনা দিয়েছেন তাদের নতুন আবাসস্থল ভাসানচরের উদ্দেশ্যে ।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত ২১ টা বাসে করে তাদের চট্টগ্রামে আনা হয়।
রাতে চট্টগ্রামে অবস্থানের পর আজ সকালে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে নৌবাহিনীর ৭টি জাহাজ ।
এর আগে রোহিঙ্গাদের এই দ্বিতীয় দলটিকে ভাসানচরে নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
স্থানীয় সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গাদের গত রোববারই জড়ো করা হয়েছিল উখিয়া ডিগ্রী কলেজের মাঠে।
সেখান থেকে তাদের ২১টি বাসে করে সোমবার চট্টগ্রামে আনা হয়েছিল। চট্টগ্রাম থেকেই আজ জাহাজে করে তাদের ভাসানচের নেয়া হচ্ছে।
এর আগে ৪ঠা ডিসেম্বর ১,৬৪৫ জন রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আপত্তির মুখেই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছ্বায় স্থানান্তর করতে হবে। কিন্তু এটা মানা হচ্ছে কিনা-তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
তবে কর্মকর্তারা বলেছেন, রোহিঙ্গাদের যারা স্বেচ্ছ্বায় ভাসানচরে যেতে রাজি হয়েছেন, তাদেরকেই শুধু নেয়া হচ্ছে।
বাংলাদেশ সরকার এক লাখের মতো রোহিঙ্গা শরনার্থীকে ভাসানচরে স্থানান্তরের চিন্তা রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।