নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল বলেছেন, দেশের অন্যতম প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন নাটোরের রাণী ভবানী রাজবাড়ী কেন্দ্রীক একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে অচিরেই তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হবে। রাণী ভবানী রাজবাড়ী কেন্দ্রীক একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তা প্রণয়নে প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিকল্পনার আলোকে রাজবাড়ী সংস্কারের পাশাপাশি রাজবাড়ীর রক্ষণাবেক্ষণে অধিক জনবল নিয়োগ এবং রাজবাড়ী আঙ্গীনায় দীঘিগুলোর পাড়ে শত বছরের প্রাচীন গাছগুলো রক্ষার ব্যবস্থা গ্রহন করা হবে। রাজবাড়ী চত্বরে পিকনিক স্পট থাকা সমীচীন নয় বলেও সচিব মত প্রকাশ করেন। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী পরিদর্শনকালে এই উদ্যোগের কথা জানান তিনি। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, উন্নয়ন পরিকল্পনায় একটি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহন করা হবে। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, রাজবাড়ীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করবে।