নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থেকে ৪৮৭ বোতল ফেন্সিডিল সহ নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এ সময় পাথর ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার আহম্মেদপুর বাস স্যান্ড থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম টাংগাইলের গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মুসা শেখ এর ছেলে।
র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাস স্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বাস স্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে ট্রাকের পাথরের ভিতর থেকে ৪৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাকে থাকা নজরুল ইসলামকে আটক করা হয় এবয় ট্রাকটি জব্দ করা হয়। পরে আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।