নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত পৌর সদরের চাঁচকৈড় বাজারে আলোচনা সভায় ১৬ই জানুয়ারী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোঃ শাহনেওয়াজ আলী মোল্লাকে বিজয়ী করতে দলের নেতৃবৃন্দকে আহবান জানান। গুরুদাসপুর উপজেলা আ.লীগ সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী,ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন।
এ সময় প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান, নাটোর সদর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আ.লীগ দপ্তর সম্পাদক দিলীপ দাস,আ.লীগ মনোনিত মেয়র প্রার্থী মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা. গুরুদাসপুর পৌর আ.লীগ সভাপতি জাহিদুল ইসলামসহ নাটোর জেলা ও গুরুদাসপুর উপজেলার অন্যান্য আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।