নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্রহ্মপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৩ জন,খাজুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৪ জন ও পিপরুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্রদাখিল করেন। উপ-নির্বাচনে ব্রহ্মপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আফজাল হোসেন, সাইফুল ইসলাম ও সরদার আজিজুর রহমান,পিপরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইমান আলী, শেখ মোহম্মদ হেমায়েত হোসেন ও আনোয়ার হোসেন,খাজুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আব্দুর রহমান, সহিদুল ইসলাম,শরিফুল ইসলাম ও মাসুদ রানা মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মোহম্মদ আবুল কামাল আজাদ জানান,পিপরুল ও খাজুরা ইউনিয়নের ৯ নং দুই ওর্য়াডের পূর্বের নির্বাচিত দুজন সদস্য মারা যাওয়ায় এবং ব্রহ্মপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াডের সদস্য আব্দুল আলীম পদত্যাগ করায় এসব সদস্য পদটি শূণ্য হয়। বিধি অনুযায়ী এসব শূণ্য পদে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচনের আয়োজন করা হয়েছে। তিনি আরোও জানান, গত ১৮ জুন তফশীল ঘোষণা হয়,৩০ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল আর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ দিন ২ জুলাই ও প্রত্যাহার ৯ জুলাই এবং ভোট গ্রহন ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।এই উপ-নির্বাচনে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।