শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম বিভাগ। গত ১২ জানুয়ারি রাজধানী ঢাকা ও সাভার থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে সামিউল শেখ নামের একজনকে রাজধানীর স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত (১৩ জানুয়ারি) সিআইডি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক। আসামি সামিউল শেখকে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত ।
জানা যায়, সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েক দিন ধরে চাইল্ড পর্নোগ্রাফির ওপর নজর রাখছিল। বিভিন্ন তথ্যের মাধ্যমে ওই তিন অপরাধীদের সন্ধান পায় সিআইডি। পরে তাদের আটক করা হয়।