নাটোর প্রতিনিধি: চতুর্থ ধাপের পৌর নির্বাচনে নাটোরের বড়াইগ্রাম ও নাটোর পৌর সভার ৫ জন মেয়র, নারী কাউন্সিলর ২৯ জন ও সাধারন কাউন্সিলর পদে ৯৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ রবিবার বিকেলে জমা দেওয়ার শেষ দিনে আওয়ামীলীগ , বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নাটোর পৌর সভায় মেয়র পদে ৩ জন ,নারী কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারন কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও বড়াইগ্রাম পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির একজন করে এবং নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।