নাটোর প্রতিনিধি:
চার দফা দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। কর্মসুচি চলাকালে শিক্ষার্থীরা তাদের চার দফা দাবী তুলে ধরেন।
দাবীগুলো হল, কোন ভাবেই তাদের এক বছরের লস মানা হবেনা। স্থগিত হওয়া পরিক্ষাগুলোকে অটো পাস ও ব্যবহারিক পরিক্ষাগুলো পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করতে হবে। অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি মওকুফ করতে হবে। সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্ধ করতে হবে।