পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থানের মধ্যে নড়চড় না থাকা নিয়ে আলোচনার মধ্যেই টানা দুই দিন বাড়ল ব্যাংকের শেয়ার।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২০টি ব্যাংকের শেয়ার দর এখন এক বছরের সর্বোচ্চ দামের কাছাকাছি বিক্রি হচ্ছে।
অবশ্য অন্য শেয়ারের তুলনা করলে ব্যাংকের শেয়ারের দর এখনও অনেক কম। গত এক বছরে বাজারের মূল্য সূচক বেড়েছে এক হাজার আটশ পয়েন্ট। বহু কোম্পানির শেয়ার দর দ্বিগুণ, তিন গুণ এমনকি চার গুণ হয়েছে।
সে হিসাবে ব্যাংকের শেয়ার দর বছরের সর্বোচ্চ দামে উঠলেও সেগুলো আসলে এখনও তলানিতেই বলা যায়।
এ নিয়ে বিনিয়োগকারীদের আলোচনার মধ্যে বৃহস্পতিবার ৩০টি ব্যাংকের মধ্যে দর কমে একটির, দুটির দর অপরিবর্তিত থাকে, আর দাম বাড়ে ২৭টির।
পরের কার্যদিবস রোববার ৩০টি কোম্পানির মধ্যে দাম কমে তিনটির, অপরিবর্তিত থাকে তিনটির, বাড়ে বাকি ২৪টির। সূচক পতনের এই দিন সবচেয়ে বেশি দাম বাড়া ১০টি কোম্পানির পাঁচটি ব্যাংক।
টানা দুই দিন এক দিনে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সিটি ব্যাংকের দর।
বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার প্রমাণ পাওয়া যায়, মোট লেনদেনে ব্যাংকের হিস্যা দেখেও।
রোববার মোট লেনদেন হয়েছে দুই হাজার ৩৮৪ কোটি টাকা, যার ১৬ দশমিক ৭১ শতাংশ অবদান ছিল ব্যাংক খাতের। আগের কার্যদিবস বৃহস্পতিবার যা ছিল ১৩ দশমিক ৪৭ শতাংশ।