নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১টি দোকানের নগদ টাকা লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল। গতরাত তিনটার দিকে উপজেলার তমালতলা বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত রাতে একটি ট্রাকে করে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার তমালতলা বাজারে পৌছায়। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাত সদস্যরা বাজারের তিনজন নৈশ প্রহরীর হাত-পা ও চোখ বেধে ফেলে। পরে তারা বাজারের রড, সিমেন্ট, সারসহ ১১টি দোকানের তালা কেটে শুধুমাত্র নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়। আজ সকালে স্থানীয়রা তিন প্রহরীকে বাধা অবস্থায় দেখে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে লুটকৃত টাকার পরিমান জানা যায়নি।