নাটোর প্রতিনিধি: টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, গোটা পৌরসভাকে ডিজিটলাইজেশনের আওতায় আনা, নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর এলাকার সীমানার সকল অংশ ৪-লেনে রূপান্তরিতকরণসহ দৃশ্যমান উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোরের সিংড়া পৌরসভার আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস।
আজ রবিবার দুপুরে সিংড়া শিল্প ও বণিক সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এলাকা হওয়ায় প্রশাসন সহ সব মহলের দৃষ্টি নাটোরের গুরুত্বপূর্ন এ পৌরসভার নির্বাচনের দিকে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে এখানে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী তাইজুল ইসলাম। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।