নাটোর প্রতিনিধি: নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করছে পুলিশ নারী কল্যাণ সমিতি নাটোর জেলা শাখা।
আজ বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সুমনা সাহা। এ সময় সুমনা সাহা বলেন, মানবতার কল্যাণে কাজ কাজ করাতেই আমাদের আনন্দ। সময়ের প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তুনার্জ্জিনা শাহরিন, সিতিমা আলীম ও মীর্জা আয়েশা সিদ্দীকা উর্মি। উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান প্রমুখ।
নাটোর সদর উপজেলা ছাড়াও জেলার সব উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং অসহায় দুস্থ মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বলগুলো বিতরণ করবেন পুলিশ নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।