ডেস্ক নিউজ
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্রিজ হিসেবে আবির্ভুত হতে পারে। এমনটি মনে করছেন ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা।
এ নিয়ে এশিয়া টাইমসে লেখা একটি মতামতে ভূরাজনৈতিক বিশেষজ্ঞ সঞ্জয় পুলিপাকা এবং মোহিত মুসাদ্দি বলেন, বাংলাদেশ চলতি বছর স্বাধীনরা সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। দেশটি ২০১৬ সাল দেশটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ ধরে রেখেছে। করোনার মধ্যেও দেশটির জিডিপি’র প্রবৃদ্ধি ছিল ৩.৮ শতাংশ।
ঐ মতামতে আরও বলা হয় যে , পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অগ্রগতি বেশ উল্লেখযোগ্য। আর রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ এমনভাবে এগিয়েছে।
বাংলাদেশের প্রবৃদ্ধির অগ্রগতিতে জঙ্গিবাদ চ্যালেঞ্জ উল্লেখ করে মতামতে আরও বলা হয়, জঙ্গিবাদ দূরে করে এই প্রবৃদ্ধি ধরে রাখতে পারলেও বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার মধ্যে ব্রিজ হিসেবে আবির্ভুত হতে পারে।