নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে পুলিশি বাধার মুখে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এইকর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ জেলা, থানা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ জনগনের জীবন যাত্রার ওপর প্রভাব ফেলেছে। এতে তাদের দূর্ভোগ বৃদ্ধি পাবে। সরকার বড় ধরণের দূর্নীতি করে ঘাটতি পূরণের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারণ জনগনের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা অবিলম্বে গ্যাসের দাম কমানোর জন্য সরকারের কাছে জোর দাবী জানান।