রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বলেছেন, নাটোর জেলায় ই-ট্রাফিকিং প্রসিকিউশন সিস্টেম চালু করা হলো। এই কার্যক্রমে সময়, অর্থ, শ্রম ও হয়রানি হ্রাস পেয়ে জনদূর্ভোগ কমবে। ট্রাফিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষদের হয়রানী কমিয়ে আনতে এবং দূর্নীতি কমিয়ে আনতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এতে করে আইন মানার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে। ইউসিবিএল ব্যাংকের যে কোন বুথ বা মোবাইলে শিউর ক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে স্পট থেকেই কাগজপত্র ও গাড়ি নিতে পারবেন সাধারণ মানুষ। তিনি আজ সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এই ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সড়কে যানবাহন চলাচলে শৃংখলা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক বিভিন্ন অপরাধসমূহের জন্যে ১০৮ ধারার ক্ষমতাবলে পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হবে। ইউ-ক্যাশের মাধ্যমে কেস ফি বা জরিমানার অর্থ পরিশোধ করে গ্রাহক তাৎক্ষণিক জব্দকৃত কাগজ ফেরৎ পাবেন।