বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধিনতা পদক বাতিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নাটোরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ি কার্যালয়ে সামনে ও দলীয় কার্যালয়ের ভিতরে এই কর্মসুচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা মহিলা বিএনপি’র সভানেত্রী সুফিয়া হক, জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল, থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলামসহ দলের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসা কারনে বর্তমান ফ্যাসিবাদি সরকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম মুক্তিযুদ্ধ স্বাধিনতার পদক বাতিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার ফরমায়েশি রায়, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষিরা ও পাবনা বিএনপির নেতা কর্মিদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। তারা সরকারের এই কর্মকান্ডের প্রতিবাদ জানান। তারা বলেন তাঁবেদার, ভোটচোর আওয়ামী লীগ সরকার দেশের সার্বভোমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রয়োজনে দেশ বিক্রি করে দিয়েও ক্ষমতায় থাকতে চায়। এজন্য জনগনের দৃষ্টি ভঙ্গি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তার খেতাব বাতিল ও ফরমায়েশি রায়ের ব্যবস্থা করেছে সরকার।