নাটোরে জেলা বিএনপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন করা হয়। পরে সেখান থেকে জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুষ্প মাল্যসহ একটি মিছিল বের করে। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্যরা।