নাটোরের বড়হরিশপুরে ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ পাল নামে পথচারী এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত বিষ্ণুপদ পাল বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমুল্য পালের ছেলে ও নাটোর কোর্টের এপিএসআই পদে কর্মরত পুলিশ সদস্য। আজ সকাল সাড়ে ৬ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, সকাল সাড়ে ৬ টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে শহরের দিকে আসছিল। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে জখম হয়ে পড়ে থাকে। ঘটনাটি দুইটি শিশু দেখতে পেয়ে পুলিশ লাইনসের গেটে গিয়ে জানালে পুলিশ সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।