নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নৈশ্যপ্রহরী রাকিবকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং চলে যাওয়ার সময় তাকে মারধরও করা হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা সমর্থক ছাত্রলীগ নেতা কবির হোসেনকে আটক করেছে পুলিশ।
এদিকে টাকা, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নৈশ্যপ্রহরী রাকিব বাদি হয়ে গুরুদাসপুর থানায় আরো একটি মামলা দায়ের করেছেন।
একটি বাড়ি একটি খামারের অফিস সহকারী রাকিব বলেন, রবিবার রাতে তিনি পরিষদের পৃর্বদিকের সড়কে দাঁড়িয়ে ছিলেন। হাঠৎ রাত সাড়ে দশটার দিকে চার যুবককে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দেখেন। বিষয়টি তিনি বুঝে ওঠার আগেই ওই ঘটনা ঘটে।
সাংসদ সমর্থক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ বলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সোমাবার সকালে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন তারা। উপজেলা পরিষদের মিলনায়তনে সম্মেলনের অনুমতি না পাওয়ায় পরিষদ চত্বরের অস্থায়ী মঞ্চতেই তাদের সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। কিন্তু রাতের আধারে মঞ্চটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একারনে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, যে মঞ্চটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মঞ্চে ভূমি সেবা প্রদানের কার্যক্রম চালু ছিল। মঞ্চটির কাপড় পুড়িয়ে ফেলা হয়েছে। এঘটনায় ভূমি অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।