নাটোরের নলডাঙ্গায় ১২ বছরের কিশোরকে বলৎকারের অভিযোগে মহর আলী নামের এক বৃদ্ধ কৃষককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বলৎকারের শিকার কিশোর ছেলেটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শুক্রবার বেলা সাড়ে ১১ টারদিকে উপজেলার বাঁশিলা বিলজোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে মহর আলীকে হালতি বিল থেকে আটক করে পুলিশ। আটক মহর আলী (৫০) উপজেলার বাঁশিলা বিলজোয়ানী গ্রামের মৃত আরব আলীর ছেলে। বলৎকারের শিকার কিশোরটি একই গ্রামের বাবু সরদারের ছেলে।এলাকাবাসী ও নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়িতে একা পেয়ে বৃদ্ধ কৃষক মহর আলী কিশোর ওই ছেলেকে জোর করে বলৎকার করে।
পরে ছেলেটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রথমে তার নানীকে জানায়। ছেলেটির নানী শনিবার সকালে তার পিতা বাবু সরদারকে জানালে তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মহড় আলীকে হালতি বিল থেকে আটক করেন।বলৎকারের শিকার ছেলেটির পিতা বাবু সরদার জানান,মহর আলী সম্পর্কে আমার দুলাভাই এবং আমার ছেলের ফুফা।আমরা বাড়িতে না থাকার সুযোগে এ ধরনের জঘণ্য কাজ করবে আমি ভাবতে পারিনি।নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা তাকে হালতি বিল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে এখনও কেউ বাদী হয়ে মামলা দায়ের করেনি তবে প্রস্ততি চলছে।