ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ রবিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনে উদ্বুদ্ধ হয়ে মুক্তি পাগল জনতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ নামক ভূ-খন্ডের অধিকার পায়।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, অধ্যাপক আমজাদ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য কর্নেল (অবঃ) রমজান আলী সরকার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক আবদুল্লাহেল শাফি টুকু, যুবলীগ সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।