নাটোরের গুরুদাসপুর থানায় উপজেলার নারী,শিশু ও প্রতিবন্ধদের দ্রুত সেবা নিশ্চিতকরনে আলাদাভাবে সার্ভিস ডেস্কে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকালে ওই সার্ভিস ডেস্ক এর ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করার পর তিনি ওই সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,গুরুদাসপুর ও সিংড়ার থানার সহকারী পুলিশ সুপার জামিল আকতার, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাকসহ থানার সকল পুলিশ সদস্য।
এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, থানাতে প্রতিদিন অনেক মানুষের আসা যাওয়া হয় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। বিশেষ করে নারী,শিশু ও প্রতিবন্ধীদের তাদের অভিযোগ বা যেকোন প্রয়োজনে সহযোগীতা নিতে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। এসকল সমস্যার কথা বিবেচনা করে তাদের সমস্য লাঘবে এই সার্ভিস ডেস্ক খোলা হলো। এখন থেকে আর কোন সমস্যা হবেনা বলে মনে করেন তিনি।