নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে গুলি হত্যার পর মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় পাবনা থেকে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে পাবনা জেলায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে অংশ নেয়া সন্দেহভাজন অভিযুক্তকে আটক করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে আটককৃতর নাম পরিচয় ও ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেছেন পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানায়, শুক্রবার বিকেলে বড়াইগ্রামের মুকিমপুর গ্রামের শাদাহাৎ হোসেনের ছেলে কলেজছাত্র আল আমিনকে তিনজন অস্ত্রধারী ছিনতাইকারী গুলি করে হত্যা করে। পরে আমিনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযানে নামে। এরই একপর্যায়ে শনিবার সকালে পাবনা জেলা থেকে হত্যাকান্ডে অংশ নেয়া সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে আপাতত আটককৃত ব্যক্তির নাম পরিচয় ও ঠিকানা বলা হচ্ছে না। খুব দ্রুত সময়ের মধ্যেই অন্য হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ।