নাটোর প্রতিনিধি:
নাটোরে করোনায় আক্রান্ত হয়ে মিতু ইসলাম নামে একটি বেসরকারী স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মিতু ইসলাম শহরের লালবাজার কদমতলা মহল্লার হাবিবুর রহমানের স্ত্রী। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। মিতু একই মহল্লার বেসরকারী নর্থ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত কওে জানান, স্কুল শিক্ষিকা মিতু ইসলাম বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন। গত ২৫ মার্চ তিনি নাটোর সদর হাসপাতালে করোনা ভাইরাস পরিক্ষা করতে নমুনা দেন। সেই দিন তার রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়। আজ শনিবার ভোরে মিতু আরো বেশী অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এখন পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। মরদেহের দাফন কাজ সকল প্রকৃয়া মেনে করা হবে।