নিউজ ডেস্ক
দেশে চলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের ঘাটি নির্মূলে প্রতিনিয়ত কাজ করে চলছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপির এডিসি (মিডিয়া) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযানকালে সাত হাজার ৫৯২টি ইয়াবা, ২৪০ পুরিয়া হেরোইন, ১০৬ বোতল ফেনসিডিল ও ২৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।