নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে হালতি বিলের বোরো আধাপাকা ধান, সদ্য গুটি আসা আম ,পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রোববার বিকালের দিকে নলডাঙ্গা উপজেলার হালতি বিলসহ বেশ কিছু এলাকায় প্রায় আধা ঘণ্টা ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে থাকে এবং ঝড় প্রবাহিত হয়।আর এতেই ভুট্রা,পেঁয়াজ ও বোরো ধান মাটিতে লুটে পড়ে ব্যপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা।হালতি বিলের পাটুল এলাকার কৃষক শাহ আলম,রাজ্জাগ আলী জানান,আমাদের ৫ বিঘা বোরো ধানের মধ্যে গড়ে ১ বিঘা জমির জিরাশাইল জাতের শীষ বের হওয়া বোরো ধান ঝড় ও শিলাবৃষ্টিতে মাটিতে লুটে পড়ে ব্যপক ক্ষতি হয়।তারা আরোও জানান,যে সময় বোরো ধানের শীষ বের হচ্ছে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হালতি বিলের ২০ ভাগ জমির বোরো ধান মাটিতে লুটে পড়েছে।এতে ফলনে বিপর্যয় হতে পারে বলে আশংকা করছি। এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত সাহা জানান, রবিবারের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্য ফসলের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে।