নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে সাগর (১৮) নামের একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী সাগর ঐ গ্রামের আবু বক্কর সিদ্দিকী বাবুর ছেলে। সে গত বছর জামতলী আমজাদ হোসেন মেমোরিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করে।
মঙ্গলবার দিবাগত রাতে শর্ট শার্কিটে আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ঐ গ্রামের আবুল কালামের বাড়ি দেখাশোনা করতো সাগর। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ঘুমিয়ে যায় সে। গভীর রাতে বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকারে গ্রামবাসী জেগে উঠে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।