করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ পিকআপ ভ্যানে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম খুরশিদ আলম । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম খুরশিদ আলম বলেন, করোনার মহামারিতে পুষ্টিহীনতা দূর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভোক্তারা ন্যায্যমূল্যে ডিম, দুধ, মুরগি ক্রয় করতে পারবে।