নাটোরের বড়াইগ্রামে ৬০০ গ্রাম হেরোইন সহ মাইনুল ইসলাম নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। একই সাথে মাদক পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে হেরোইন সহ তাকে আটক করা হয়। আটককৃত মাইনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ঢাকা গামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় চালকের পাশের সিটে বসা ট্রাকের মালিক মাইনুল ইসলামের কথাবর্তায় সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে এলোমেলো পরিচয় ও তথ্য দিতে শুরু করে। জিজ্ঞাসাবাদ শেষে তার সিটের নিচে তল্লাশী করলে সেখানে থাকা দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদক দব্য সহ গ্রেফতার হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেণ করা হয়।