রমজানে নিত্যপণের দাম স্থিতিশিলী রাখতে নাটোরে বাজার পরিদর্শণ করেছেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার। আজ রবিবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার নাটোর শহরের নিচাবাজারের কাঁচা বাজার, মাছ বাজার পরিদর্শন করেন। এ সময় পন্যের অতিরিক্ত দাম না নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেন তিনি। অপরদিকে, নাটোর শহরের
নিচাবাজার, স্টেশন বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিত্যপণ্যের মূল্যে বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।