৮ দিনের লকডাউন শেষে বর্ধিত লকডাউন মানাতে নাটোরে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ , ডিবি পুলিশসহ পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে। এ সময় তারা বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র ও মোভমেন্ট পাস আছে কিনা তা পরীক্ষা করেন। এ ছাড়া এসব যানবাহনের যাত্রীরা মাস্ক পরিধান করেছে কিনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তাও দেখেন এবং এ ব্যাপারে তাদের সচেতন করেন। পথচারীদেরও এসব বিষয়ে সচেতন করেন তারা।