সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত অনুযায়ী নাটোরের সপিংমল ও মার্কেটগুলোসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে । সারা দেশের মত রবিবার সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকার দোকানপাট ও সপিংমলগুলোর মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হয়েছে মাস্ক পরিধান করে প্রবেশের ব্যবস্থা। বিপনীবিতানের প্রবেশ দ্বারে লেখা রয়েছে ‘নো মাস্ক -নো এন্ট্রি’ বা ‘নো মাস্ক -নো সেল’। রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থাও। সীমিতভাবে ক্রেতা ঢোকানো হচ্ছে বিপনীবিতানগুলোতে। তবে এসব ব্যবস্থা কতখানি মেনে চলা হবে তা নিয়ে অনেকেই সন্ধিহান। কারণ অধিকাংশ ক্রেতা সাধারণের সেসব নিয়ম মানার প্রতি নেই তেমন কোন আগ্রহ । এদিকে সপিংমল ও মার্কেটগুলোসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে শহরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ যেন কেনাকাটার জন্য উদ্গ্রীব হয়ে ছিল। এসব জনগণকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য জেলা ও পুলিশ প্রশাসনের তেমন নজরদারিও চোখে পড়েনি।