নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদ্রাসা ছাত্র তানভির হত্যার দায়ে তিন কিশোরকে ১৮ বছরের আটক আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। বুধবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক মাইনুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় অভিযুক্ত তিন কিশোর হুমাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাইম আদালতে উপস্থিত ছিল। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ আগস্ট নাটোর শহরের আলাইপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হুমাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাইম একই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র হাফেজ তানভীরকে অপহরণ করা হয়। পরে তাকে শ্বাসরোধ ও জবাই করে হত্যার পর লাশ মাদ্রাসার সেফটি ট্যাংকে ফেলে দেয় একই মাদ্রাসার অভিযুক্ত ওই ৩ শিক্ষার্থী। পরে নিহত তানভীরের বাবা সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে র্যাব সদস্যরা মাদ্রাসা সংলগ্ন একটি সেপটিক ট্যাংক থেকে ওই বছরের ১ সেপ্টেম্বর তানভীরের লাশ উদ্ধার করে এবং ওই দিনই নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানী শেষে বিচারক গুম, হত্যা ও অপহরণের ধারায় রায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে আটকাদেশ দেয়া হলেও একই সাথে তারা আটক থাকবে। অপর অভিযুক্ত নাইমকে ২টি পৃথক ধারায় ৮ বছরের আটকাদেশ দেয়া হয়।