নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল হান্নান নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান হরিশপুর এলাকায় জনি নামে এক হারবাল ডাক্তারের গৃহকর্মি ছিলেন। সে সিরাজগঞ্জের অধিবাসী। ঝলমলিয়া পুলিশ ফারির ইনচার্জ মোজাম্মেল হক জানান, বড় হরিশপুর বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয়। পরে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।