পুষ্টিকর খাবার গ্রহন করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জেলার নলডাঙ্গা উপজেলায় পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁশিলা গুচ্ছগ্রামে অনুষ্ঠিত ক্যাম্পেইনে গুচ্ছগ্রাম এবং দূর্লভপুর এতিমখানার বাসিন্দাদের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়। বিতরণ করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
পুষ্টি ক্যাম্পেইনে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সব রকমের সংকট অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে খাদ্য গ্রহনের পরিমাণ বাড়ছে। এর ইতিবাচক প্রভাব হিসেবে মানুষের গড় আয়ুও বেড়েছে।
দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অনেক আগেই অর্জিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য গ্রহন। অর্থাৎ শারিরিক সুস্থ্যতাসহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিরাপদ ও সুষম খাবার গ্রহনের পরামর্শ দেন সংসদ সদস্য।
নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দায়িত্বে নিয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, পুষ্টি ক্যাম্পেইনে চাল পাঁচ কেজি, আলু তিন কেজি, পেঁয়াজ ও লবন এক কেজি করে, মসুরের ডাল ও ছোলা আধাকেজি করে এবং আধা লিটার সয়াবিন তেল সহযোগে পুষ্টিকর খাদ্য প্যাকেট হস্তান্তর করা হলো।
জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুইটি উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে গর্ভবতী মা এবং শিশুদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে এবং মুক্তিযোদ্ধদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। শারিরিক সুস্থ্যতা নিশ্চিত করাসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে তৃণমূল পর্যায়ে জনসাধারণকে বিশেষ করে অসচেতন মানুষদের পুষ্টিকর খাবার গ্রহনের পরামর্শ দিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।