নাটোরে প্রতিবন্ধী স্কুলের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা থেকে পর্যায়ক্রমে নাটোর প্রতিবন্ধী বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুলের শিক্ষার্থীদের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, প্রতিবন্ধীতা আজ আর কোন সমস্যা নয়। তারা এদেশের সূবর্ণ নাগরিক। প্রতিবন্ধী শিশুদের জন্যে পড়াশুনার ব্যবস্থা, চিকিৎসা সুবিধাসহ বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহনের ফলে প্রতিবন্ধীরা দেশের মূল স্রোতধারার অংশ হয়ে উঠেছে। সকল জনগোষ্ঠিকে সাথে নিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রতিবন্ধীদের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিবন্ধী স্কুলের মোট ২৩৮ জন শিক্ষার্থীর নিকট চাল, ডাল, আলু ও তেল বিতরণ করা হলো। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) জুয়েল ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।