নাটোরের বাগাতিপাড়ায় একটি খাস মৌজা পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খনন কাজটির বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ডাকরমাড়িয়া মৌজায় খাস পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিএমডিএ কর্তৃপক্ষ জানায়, পুকুর পুনঃখনন ও ভূপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচ ব্যবহার প্রকল্পের (এসডব্লিউআইপি) আওতায় পুকুরটির পুনঃখনন উদ্বোধন করা হয়েছে। এর ফলে এলাকার চাষিদের বেশিরভাগ আবাদি জমি এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও নাটোর রিজিয়নের বিএমডিএ-এর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির প্রমূখ।