নাটোরের সিংড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল চালক কৃষক নায়েব আলীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাতে উপজেলার ইটালী বাজারের ব্রিজ সংলগ্ন মর্ডান হাই স্কুলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নায়েব আলী একই এলাকার মৃত আফাজ মোল্লার ছেলে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ও স্থানীয়রা জানান,নায়েব আলী মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ী থেকে বের হয়ে ইটালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ইটালী বাজারের উচু ব্রিজ সংলগ্ন মর্ডান হাই স্কুলের সামনে পৌছালে সেখানে পূর্বের সড়ক দূর্ঘনায় ক্ষতিগ্রস্থ অপর একটি ট্রাককে উদ্ধার করার কাজ চলছিল। এ সময় উদ্ধারকারী ট্রাকের নিকট পৌছালে সেই ট্রাকের রশ্মি ছিড়ে ট্রাকটি মোটর সাইকেল চালক নায়েব আলীর ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী মারা যায়। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে ঐ সড়কের কাজের ঠিকাদার খোকন মির্জার বিরুদ্ধে এলাকায় উত্তেজনা শুরু করে। এ সময় তারা অভিযোগ করে বলেন সড়কটি দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। কাজ বন্ধ থাকায় সড়কে মাঝে মাঝেই ছোট ছোট দূর্ঘটনা ঘটে আসছিল। দূর্ঘটনায় অনেকেই আহত হয়েছে আর আজ একজন মারা গেলো। এই ঘটনার জন্য এলাকার ঠিকাদারকে দায়ী করছেন তারা।
নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।