নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে সবের আলী (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচুয়াকোড়া মাঠে ওই ঘটনা ঘটে। সবের আলী ওই গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মহম্মদ জানান, সকালে কেচুয়াকোড়া মাঠে ধান রোপন করতে যায় সবের আলী। এসয়ম হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে তার ওপর বজ্রপাত হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।