নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে নাহিদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাহিদ হোসেন উপজেলার বড় চৌগ্রামের আব্দুর বজু মন্ডলের ছেলে ও চৌগ্রাম আছিয়া মেমোরিয়াল কেজি স্কুলের প্লে শ্রেণীর ছাত্র। আজ শনিবার দুপুরে এই নিহতের বাড়ীর পাশের একটি পুকুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা আব্দুর বজু মন্ডল ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নাহিদ হোসেন স্কুল থেকে বাড়ী ফিরে। পরে নাহিদ তার বাবার সাথে বাড়ীর পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে পুকুরের কচুরপিানায় আটকে ডুবে যায় নাহিদ। এদিকে নাহিদের বাবা নাহিদকে দেখতে না পেয়ে গোসল শেষে তিনি বাড়ীতে ফিরে যায়। পরে বাড়ীতে নাহিদকে দেখতে না পেয়ে তার খোঁজাখুজি শুরু করেন তারা। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের কচুরীপানার নিচে থেকে নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন. তিনি শিশু নাহিদের মৃত্যুর ঘটনাটি শুনেছেন। এটা খুবই দুঃখজনক। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এবং পরিবারের অন্য কোন সদস্যর কোন অভিযোগ না থাকায় শিশুটির ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে।