ডেস্ক নিউজ
শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা দলকে ৩৩ রানে হারায় বাংলাদেশ।
সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়শূন্য থাকার পর এলো জয়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই জয়ের ফলে ১০ পয়েন্ট পেয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে সুপার লিগে চার নম্বরে উঠে এসেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ ২৫৭ রান করে ছয় উইকেট হারিয়ে।
এরপর সফরকারী দলকে ৪৮.১ ওভারে ২২৪ রানে অলআউট করে ৩৩ রানের জয় তুলে নেয়।